অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: পাঁচ দিনে ইসিতে আপিল করেছেন ৫৬০ প্রার্থী


বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল করেছেন ৫৬০ জন বিক্ষুব্ধ প্রার্থী।

গত ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, পাঁচ দিনে নির্বাচন কমিশনে এই আপিল করা হয়। আগামী রবিবার (১০ ডিসেম্বর) থেকে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত আপিলের ওপর শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বাতিল চেয়ে মঙ্গলবার ( ৫ ডিসেম্বর)) ৪২টি, বুধবার (৬ ডিসেম্বর) ১৪১ টি, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ১৫৫ টি, শুক্রবার (৮ ডিসেম্বর) ৯৩ টি এবং শনিবার ( ৯ ডিসেম্বর) ১৩১ টি আপিল আবেদন জমা হয়।

রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বেশির ভাগ আপিল করা হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কয়েকটি আবেদন করা হয়।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে স্বতন্ত্র ৭৪৭ জনসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ গত ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১ হাজার ৯৮৫ টি মনোনয়নপত্র গ্রহণ ও ৭৩১টি বাতিল করেন।

৭৩১টি মনোনয়নপত্রের বেশিরভাগই তিনটি কারণে বাতিল করা হয়। কারণগুলো হলো; স্বতন্ত্র প্রার্থীদের জমা দেয়া ১ শতাংশ ভোটারের সইয়ের অসামঞ্জস্যতা, ঋণ ও ইউটিলিটি বিল খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। আর, ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে।

১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি (সকাল ৮টা) পর্যন্ত (ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত) প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG