অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশ-বিএনপি সংঘর্ষ: হবিগঞ্জে সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৫, আহত ২৫


হবিগঞ্জ শহরে শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ১০ ডিসেম্বর, ২০২৩।
হবিগঞ্জ শহরে শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ১০ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের হবিগঞ্জে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরে শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। এসময় গাড়িসহ দোকানপাট ভাঙচুর করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘরর্ঘে দুই সাংবাদিকসহ যুবদল ও ছাত্রদলের পাঁচজন গুলিবিদ্ধ হন। পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে, স্থানীয় বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শেষ পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতা-কর্মীসহ অন্তত ২৫ জন আহত হন। এসময়, মাইটিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশটিভির প্রতিনিধি আমির হামজা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম এবং যুবদল নেতা শেখ রাসেল গুলিবিদ্ধ হন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিম জানান, “মানববন্ধনের শেষ পর্যায়ে এসে পুলিশ আমাদের ওপর হামলা চালালে এ ঘটনার সূত্রপাত হয়। মানববন্ধনে বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।”

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, “বিএনপি নেতা-কর্মীদের নিক্ষেপ করা ইটপাটকেলে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।”

XS
SM
MD
LG