শতাব্দী-প্রাচীন তীর ও ধনুকের খেলা থোড়া-কে সংরক্ষণ করতে ১৩ ডিসেম্বর, বুধবার ভারতের উত্তরাঞ্চলে হিমাচল প্রদেশ অঙ্গরাজ্যের গ্রামবাসীরা উৎসবের আয়োজন করেছিল।
এই রাজ্যের ঐতিহ্যগত বাৎসরিক এই মেলায় মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মিশে যায় শতাব্দী-প্রাচীন তীর-ধনুক খেলার প্রতি তাদের ভালবাসা।
এই খেলাকে সংরক্ষণ ও প্রচার করার এ এক প্রচেষ্টা। তাছাড়া এই খেলাকে ঘিরে গ্রামবাসীরা দুই দিন ধরে উদযাপনে মেতে ওঠে। (রয়টার্স)