অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি: কুয়েতের আমিরের মৃত্যুতে হরতাল একদিন পেছাল


কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ (ফাইল ফটো, ২০০৬)
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ (ফাইল ফটো, ২০০৬)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পূর্ব ঘোষিত সোমবারের (১৮ ডিসেম্বর) হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালনের ঘোষণা দিয়েছে।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ এর মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায়, বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, “নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে, সোমবার যে সকাল-সন্ধ্যার হরতাল ডাকা হয়েছিলো, সেই হরতাল কর্মসূচি মঙ্গলবার সারা দেশে পালিত হবে।”

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ ক্ষমতাসীন অবস্থায় শনিবার (১৬ ডিসেম্বর) মারা গেছেন।

This picture taken on December 17, 2023 in Kuwait City shows a collection of Kuwaiti newspaper front pages, headlines featuring the death of Kuwait's Amir Sheikh Nawaf al-Ahmad Al-Sabah.
কুয়েতের বিভিন্ন খবরের কাগজে দেশের শাসক শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ'র মৃত্যুর সংবাদ দেয়া হয়। ছবি ১৭ ডিসেম্বর, ২০২৩।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে, সোমবার (১৮ ডিসেম্বর) সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপি।

গত ২৯ অক্টোবর থেকে এটি বিএনপির চতুর্থ দফা হরতাল। এছাড়া, একই সময়ের মধ্যে ১১ দফা অবরোধ পালন করেছে দলটি।

গত ১৩ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছিলো, ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তাই, ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ পর্যন্ত কেবল নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণা চালানো যাবে।

নির্বাচন প্রক্রিয়ায় বাধা হতে পারে বা ভোটারগণ ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে, এমন সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

আর, এমন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন থেকে সকলকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে অনুরোধ করা হয়।

XS
SM
MD
LG