বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন যে ভারতীয়রা চায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া জনগণের ইচ্ছা অনুযায়ী হোক, শান্তিপূর্ণভাবে হোক, যাতে পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে না এগোয়।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দৈনিক ভোরের কাগজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পঙ্কজ শরণ বলেন, “ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু অন্য দেশে গণতন্ত্র রপ্তানি করছে না।”
তিনি আরো বলেন যে বাংলাদেশের জনগণ এবং দেশের নির্বাচনী প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নিতে পারে, কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো রায় দেয়ার অধিকার আর কারো নেই।
“নির্বাচন প্রতিটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশের নিজস্ব নির্বাচন পদ্ধতি ও ব্যবস্থা আছে। আপনাদের কাছে সবকিছু আছে। জনগণ সিদ্ধান্ত নেবে, তা না হলে স্বাধীনতা ও সার্বভৌম জাতির অর্থ বা ধারণা কী?” বলেন ভারতের সাবেক হাইকমিশনার।
এই ভারতীয় কূটনীতিক আরো বলেন, কে নির্বাচিত হবেন সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, আর প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নেবে কোন উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
“আমি মনে করি না যে বাংলাদেশ বা অন্য কোনো দেশে কীভাবে নির্বাচন করা উচিত তা নিয়ে ভারতসহ বিশ্বের কোনো দেশের কথা বলা উচিত,” যোগ করেন পঙ্কজ শরণ।