অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: গাজায় বাড়তি মানবিক ত্রাণ পৌঁছেছে


সোমবার, ১৮ ডিসেম্বর মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজা ভূখণ্ডে প্রবেশ করলো ত্রাণ-ভর্তি গাড়ির বহর।

চলমান ইসরাইল-হামাস যুদ্ধের মাঝে গাজার মানুষ মানবিক ত্রাণের উপর নির্ভর করে বেঁচে রয়েছে।

ইসরাইলকে তার যুদ্ধ অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র অনুরোধ করবে বলে ধারনা করা হচ্ছে। অন্যদিকে, বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ যুদ্ধবিরতির বৈশ্বিক আহ্বানে যোগ দিয়েছে।

এই যুদ্ধ গাজার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অংশকে বিধ্বস্ত করে দিয়েছে। কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। বেশিরভাগ মানুষ অধিকৃত অঞ্চলের দক্ষিণাংশে আশ্রয় নিয়েছে। এখানে বহু মানুষ ভিড়ে ঠাসা আশ্রয় শিবির ও তাঁবুতে রয়েছে। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG