অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: রাফাহ-র পূর্বাঞ্চলে বাড়িতে বিমান হামলা, নিহত অন্তত ৩ জন


গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে রাফাহতে সপ্তাহান্তে রাতের মধ্যে ইসরাইলের দুটি বিমান হামলায় শিশুসহ অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইল। তিনজন জামাবিহীন জিম্মি, যাদের হাতে সাদা পতাকা ছিল, তাদেরকে গুলি করে হত্যা করার পর ১০-সপ্তাহব্যাপী চলা যুদ্ধে ইসরাইলের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। এই যুদ্ধের ফলে উপকূলীয় ছিটমহলে নজিরবিহীন মৃত্যু ও ক্ষয়ক্ষতি হচ্ছে।

একটানা চারদিন ধরে গাজা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই যুদ্ধে এটাই সবচেয়ে বেশি দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হবার ঘটনা। ত্রাণ গোষ্ঠীগুলি বলেছে, এই যোগাযোগ বিচ্ছিন্নতা বোমাবর্ষণের পর উদ্ধার কাজকে জটিল করে তুলেছে এবং বেসামরিক নাগরিকদের উপর যুদ্ধের প্রভাবের দিকে নজরদারি করা আরও কঠিন হয়ে পড়েছে। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG