অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় ট্রেনে আগুন, শিশুসহ চারজন নিহত


ঢাকায় ট্রেনে আগুন, শিশুসহ চারজন নিহত
please wait

No media source currently available

0:00 0:01:17 0:00

বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ট্রেনে আগুন ধরে গেলে একটি শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।

বিরোধীদল বিএনপির ডাকা হরতাল শুরুর এক ঘণ্টা আগে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই ঘটনাকে পুলিশ নাশকতা মনে করছে, এবং তার জন্য হরতালকারিদের দায়ী করছে।

“একটি রাজনৈতিক দল হরতাল-অবরোধের নামে জানমাল ধ্বংস করছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা তারই অংশ,” ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন।

একই দিকে আঙ্গুল নির্দেশনা করেছেন রেলমন্ত্রী মোহাম্মাদ নুরুল ইসলাম সুজন।

“হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে চারটি ট্রেনে হামলা হয়েছে। এতে ট্রেনে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন,” মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন।

তবে বিরোধীদল বিএনপি অভিযোগ অস্বীকার করেছে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছে।

“যারা ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে এবং চারজন যাত্রীর জীবন কেড়ে নিয়েছে, তারা নিঃসন্দেহে অমানবিক। বিশেষ মহলের সম্পৃক্ততা ছাড়া এটা করা সম্ভব নয়,” বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বিবৃতিতে বলেছেন।

XS
SM
MD
LG