বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়ে, রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের করা রিট আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে বুধবার (২০ ডিসেম্বর)।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ইনসানিয়াত বিপ্লব, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই রিট দায়ের করে।
ইনসানিয়াত বিপ্লব বলেছে, ক্ষমতাসীন দলের প্রভাবমুক্ত ও জালিয়াতিমুক্ত নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের প্রধান বাধা হলো সংসদ বহাল রেখে নির্বাচনের আয়োজন করা।
দলটির চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, “বিগত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন।”
তিনি আরো বলেন যে ক্ষমতাসীন সংসদ সদস্যরা প্রশাসন, পুলিশ ও সমর্থক সশস্ত্র লোক ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করেছেন এবং অন্যদের ভোটদানে বাধা সৃষ্টি করেছেন।
“সংসদ বহাল রেখে জালিয়াতিমুক্ত নির্বাচন অসম্ভব। তাই, সংসদ ভেঙে দিয়ে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশ চেয়ে আমরা রিট আবেদন করেছি;” জানান ইমাম হায়াত।
তিনি বলেন, বুথ থেকে গণনা পর্যন্ত আস্থাশীল সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠান ছাড়া নিরাপদ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পূর্ণ অসম্ভব।