অ্যাকসেসিবিলিটি লিংক

ডনাল্ড ট্রাম্পঃ যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে প্রাক্তন প্রেসিডেন্ট প্রাথমিক নির্বাচন থেকে নিষিদ্ধ


অ্যাটর্নি এরিক ওলসন (একেবারে ডানে) ডেনভারে কলোরাডো সুপ্রিম কোর্টের সামনে যুক্তি তুলে ধরছেন। ৬ ডিসেম্বর, ২০২৩। ফাইল ছবি।
অ্যাটর্নি এরিক ওলসন (একেবারে ডানে) ডেনভারে কলোরাডো সুপ্রিম কোর্টের সামনে যুক্তি তুলে ধরছেন। ৬ ডিসেম্বর, ২০২৩। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কলোরাডো রাজ্যের প্রাথমিক ব্যালটে উপস্থিত হবেন না। মঙ্গলবার রাজ্যের শীর্ষ আদালত তাকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ থেকে অযোগ্য ঘোষণা করার জন্য অন্যান্য রাজ্যে অনুরূপ প্রচেষ্টার নিবিড় পর্যবেক্ষণ করার পর এই রায় দিয়েছে।

আদালত বলেছে, তাদের রায় ৪ জানুয়ারি পর্যন্ত বা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলার রায় না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হবে। কলোরাডো রাজ্যের কর্মকর্তারা বলেছেন, ৫ জানুয়ারি হলো রাজ্যটির প্রেসিডেনশিয়াল প্রাথমিক নির্বাচনের জন্য ব্যালট ছাপানোর শেষদিন।

এটি রাজ্যগুলোর মধ্যে প্রতিযোগিতাগুলোর একটি যা রিপাবলিকান পার্টি ২০২৪ সালের নির্বাচনে বাইডেনের বিপরীতে তাদের প্রার্থী বাছাই করতে ব্যবহার করবে।

ট্রাম্পের প্রচারাভিযান এই সিদ্ধান্তকে “অত্যন্ত অগণতান্ত্রিক” বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, তারা আশা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট “শীঘ্রই আমাদের পক্ষে রায় দেবে এবং অবশেষে এই আমেরিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন মামলাগুলোর অবসান ঘটাবে।”

সংবিধানের ১৪তম সংশোধনীর ভিত্তিতে ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার অনুরূপ প্রচেষ্টা পাঁচটি রাজ্যে খারিজ করা হয়েছে।

মিনেসোটার সুপ্রিম কোর্ট এবং একই সাথে হ্যাম্পশায়র রাজ্যের সেক্রেটারি অফ স্টেট বলেছেন, এটি কোনো প্রার্থীকে দলের প্রাথমিক ব্যালটে অংশ নিতে বাধা দিতে পারে না।

মিশিগানের একটি আপিল আদালত বলেছে, একজন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার বিষয়টি সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কিত একটি প্রশ্ন এবং প্রাথমিক নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কিত বিষয়ে এভাবে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।

মিশিগানের বাদীপক্ষ সেই রায়ের বিরুদ্ধে রাজ্যটির সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।

ফ্লোরিডা ও রোড আইল্যান্ডে মামলাগুলো খারিজ করা হয়েছিল। বিচারকরা রায় দিয়েছিলেন, বাদীদের মামলা দায়ের করার মতো প্রয়োজনীয় ভিত্তি নেই।

লফেয়ার নামক একটি আইন সংক্রান্ত ব্লগে বলা হয়েছে, অন্যান্য তেরোটি রাজ্যে প্রাথমিক নির্বাচনে ট্রাম্পের অংশগ্রহণের চ্যালেঞ্জ মুলতুবি করা হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG