অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: আল আকসা প্রাঙ্গনের কাছে কাঁদানে গ্যাস ছুঁড়লো ইসরাইলি বাহিনী


২২ ডিসেম্বর, শুক্রবার আল আকসার কাছে কাঁদানে গ্যাস ছুঁড়লো ইসরাইলি বাহিনী। মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা। শুক্রবার নামাজের জন্য ফিলিস্তিনিরা এখানে সমবেত হয়।

দাঙ্গা পুলিশের হাত থেকে বাঁচতে লোকেরা দৌড়তে শুরু করে। মূলত তরুণদের এক ছোট জমায়েতের দিকে দাঙ্গা পুলিশ চিৎকার করে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে। মাউন্টেড পুলিশ ঘোড়া থেকে দূরে পালিয়ে যাওয়া একটি দলের দিকে ছুটে যায়।

আল আকসায় নামাজ পড়ার আশায় সমবেত ফিলিস্তিনিদের উপর নিরাপত্তা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে আল আকসা চত্বরে প্রবেশ করা অনেকের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনি মুসল্লিরা বলেছে, ৭ অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আল আকসা চত্বরে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। (রয়টার্স)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG