অ্যাকসেসিবিলিটি লিংক

খাশোগজির বিধবা স্ত্রীর আশ্রয়-প্রার্থনা মঞ্জুর করলো যুক্তরাষ্ট্র


ফাইল-সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির বন্ধুরা তাঁর ছবি সম্বলিত পোস্টার ধরে দাঁড়িয়ে; সৌদি আরবের ইস্তাম্বুল দূতাবাসের সামনে। খাশোগি-হত্যার দুই বছর পূর্তিতে এক সভায় যোগ দিয়েছিলেন তাঁরা। ২ অক্টোবর, ২০২০।
ফাইল-সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির বন্ধুরা তাঁর ছবি সম্বলিত পোস্টার ধরে দাঁড়িয়ে; সৌদি আরবের ইস্তাম্বুল দূতাবাসের সামনে। খাশোগি-হত্যার দুই বছর পূর্তিতে এক সভায় যোগ দিয়েছিলেন তাঁরা। ২ অক্টোবর, ২০২০।

জামাল খাশোগজির বিধবা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এই সংবাদপত্রের কলাম-লেখক খাশোগজিকে ২০১৮ সালে তুরস্কে সৌদির আততায়ীরা হত্যা করেছিল।

স্বামীর হত্যার পর ওয়াশিংটনে আত্মগোপন করে ছিলেন হানান এলাতর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন যে, সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগজিকে হত্যা করা হয়েছে।

পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাঁর আশ্রয়ের আবেদন মঞ্জুর হওয়ার চিঠি পড়ে এলাতর বলেন, “আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারিনি।”

সৌদি সরকারের বড় সমালোচক খাশোগজি ২০১৮ সালে ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে চলে যান। সেই বছর জুন মাসে ভার্জিনিয়াতে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি ও এলাতর বিয়ে করেছিলেন। তবে, এলাতর দুবাইতেই থাকতেন। সেখানে তিনি বিমান সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।

খাশোগজি পরে তুরস্কে চলে যান এবং ২০১৮ সালের অক্টোবরে সেখানে অন্য এক নারীকে বিয়ের তোড়জোড় করছিলেন। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ওই নারীর বাবার জন্য একটি নথি আনতে গেলে খাশোগজিকে হত্যা করা হয়। ওই নথিতে দেখানো হয় যে, তিনি সৌদি আরবে বিয়ে করেননি।

খাশোগজির হত্যার এক বছরেরও বেশি সময় পরে ২০২০ সালের জুলাই মাসে এলাতর তাঁর দীর্ঘদিনের বিমান সেবিকার চাকরিটি হারান, অর্থাৎ তিনি আর দুবাইতে থাকতে পারবেন না। তাই তিনি ওয়াশিংটনে চলে আসেন এবং তাঁর আইনজীবীর বাসস্থানে ১৮ মাস লুকিয়ে থাকেন।

ওয়াশিংটন পোস্ট বলেছে, নিজের আশ্রয়-প্রার্থনার আবেদনে এলাতর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানান, খাশোগজির সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাঁর নিজের দেশ মিশর তাঁর পরিবারকে আটক করেছিল এবং তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল।

তাঁর আইনজীবী বলেছেন, খাশোগজির মৃত্যুর জন্য সৌদি সরকারের থেকে এখনও ক্ষতিপূরণ দাবি করছেন এলাতর।

XS
SM
MD
LG