অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইউক্রেন


ইউক্রেনীয় জয়েন্ট অ্যাসল্ট ব্রিগেড ফিউরির সার্ভিস সদস্যরা ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের মধ্যে ফ্রন্ট-লাইন শহরের বাখমুতের কাছে একটি এস সিক্সটি কামানের পাশে দাঁড়িয়ে আছে। ২১ ডিসেম্বর, ২০২৩।
ইউক্রেনীয় জয়েন্ট অ্যাসল্ট ব্রিগেড ফিউরির সার্ভিস সদস্যরা ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের মধ্যে ফ্রন্ট-লাইন শহরের বাখমুতের কাছে একটি এস সিক্সটি কামানের পাশে দাঁড়িয়ে আছে। ২১ ডিসেম্বর, ২০২৩।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দৈনিক ভাষণে, বিমান বাহিনীর পাইলটদের ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটরা শুক্রবার খেরসন অঞ্চলে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

জেলেন্সকি সৈন্যদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরো বলেছেন, "রাশিয়ার প্রতিটি পাইলট, প্রতিটি খুনি আমাদের প্রতিক্রিয়া সম্পর্কে ভালভাবে অবগত হোক - তাদের কেউই শাস্তির বাইরে থাকবে না।"

রাশিয়ার পাইলট এবং ক্রু সদস্যদের অবস্থা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইউক্রেনীয় এবং রাশিয়ার সৈন্যরা মাটিতে অন্য ধরণের প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার ইউক্রেনের দৈনিক হালনাগাদ গোয়েন্দা তথ্যে বলেছে - "ফ্রন্ট লাইনের কিছু সেক্টর ইঁদুরের আক্রমণের শিকার হচ্ছে।"

মন্ত্রণালয় বলেছে, ইঁদুররা "সম্ভবত" যানবাহন এবং প্রতিরক্ষামূলক অবস্থানে আশ্রয় নিচ্ছে, যা সৈন্যদের মনোবলকেও প্রভাবিত করতে পারে।

ব্রিটিশ মন্ত্রক বলেছে যে ইঁদুরগুলি সামরিক সরঞ্জামের তারগুলি ছিঁড়ে ফেলতে পারে, যেমনটি একই অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেছিলো।

যাচাই করা হয়নি এমন কিছু প্রতিবেদন থেকে জানা যায় যে, মন্ত্রক বলেছে, রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যেই ক্রমবর্ধমান ভাবে অসুস্থ হয়ে পড়ছে। এর জন্য তারা ইঁদুরদের দায়ী করছে।

XS
SM
MD
LG