অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা: ‘মানুষ পুড়িয়ে ফায়দা লুটতে দেয়া হবে না’


গণভবনে বড়দিন উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর, ২০২৩।
গণভবনে বড়দিন উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মানুষ পুড়িয়ে ও নির্বাচন বানচাল করে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না।

রবিবার (২৪ ডিসেম্বর), বড়দিন উদযাপন উপলক্ষে, গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “মানুষ জ্বালিয়ে, নির্বাচন বন্ধ করে তারা যে ফায়দা হাসিল করতে চায়, তা বাংলার মাটিতে হতে দেয়া হবে না।”

শেখ হাসিনা অগ্নিসংযোগকারী এবং তাদের নির্দেশ দাতাদের প্রতি নিন্দা জানান। তিনি বলেন, “মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা মহাপাপ, কোনো ধর্ম এটা মেনে নেয় না।”

তিনি আরো বলেন, যদি কারো জনসমর্থন পেতে হয়, তাহলে তারা জনগণের কল্যাণ ও উন্নয়নে তাদের অঙ্গীকার তুলে ধরতে পারে।

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মানবতা সব ধর্মের শিক্ষা। তাই তার সরকার এই শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে দেশ চালাচ্ছে।

তিনি বলেন, “এই মাটিতে শ্রেণি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই স্বাধীনভাবে বসবাস করবে। আমরা সব মানুষের কল্যাণ ও উন্নয়ন কামনা করি।”

বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বর্ণনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।”

ফিলিস্তিনের সাথে তুলনা

যিশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিন সম্পর্কে শেখ হাসিনা বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে জায়গাটি এখন রক্তক্ষয়ী হামলার শিকার।

তিনি বলেন, “এমনকি হাসপাতালগুলোতে হামলা চালানো হচ্ছে।শিশু ও নারীরা এ হামলা থেকে রেহাই পায়নি।”

শেখ হাসিনা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, বাংলাদেশেও কিছু লোক রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে হত্যা করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, “মানুষ হত্যার জন্য তারা রেললাইন উপড়ে ফেলে এবং ট্রেনের বগিতে আগুন দেয়।

তিনি বলেন, “আমি জানি না, এটা কী ধরনের রাজনীতি যে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। কেন এই আগুনের খেলা?”

“কারো যদি আদর্শ ও রাজনৈতিক কর্মসূচি থাকে, তবে, তারা জনগণের কাছে গিয়ে তাদের সামনে তুলে ধরতে পারেন;” যোগ করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ সময়, আর্চবিশপ বিজয় নাইসেফরাস ডি'ক্রুজ ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও শেখ হাসিনার হাতে বড়দিনের শুভেচ্ছা কার্ড তুলে দেন।

XS
SM
MD
LG