অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: হাবিবুল আউয়াল বলেছেন, কারচুপি ঠেকানোর দায়িত্ব কর্মকর্তাদের


ময়মনসিংহে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ২৪ ডিসেম্বর, ২০২৩।
ময়মনসিংহে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ২৪ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রিটার্নিং অফিসারকে ভোট কেন্দ্রের দায়িত্ব নিতে হবে। তিনি ব্যর্থ হলে, প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বাতিল করতে পারেন।

রবিবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা রক্ষা করবে। তবে, ভোটকেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলে, রিটার্নিং কর্মকর্তাকে এর দায়ভার নিতে হবে।

তিনি আরো বলেন, ভোটে কারচুপি বা অনিয়ম হলে, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে সেই ভোট কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করতে হবে।

সিইসি বলেন, “কোনো ভোটকেন্দ্রে অনিয়ম দেখা গেলে ভোট গ্রহণ স্থগিত করতে হবে। ভোট কারচুপি ও ব্যালট সমস্যা হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

এক প্রশ্নের জবাবে সিইসি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ থেকে ১৬ জন সদস্য মোতায়েন করা হবে।

XS
SM
MD
LG