অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া নাভালনিঃ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী নেতা


ফাইল ছবি- রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে দেখা যাচ্ছে মস্কোতে তার আপিল শুনানির সময়। পোকরভের আইকে-২ সংশোধনমূলক পেনাল কলোনির একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রাপ্ত ছবি। (২৪ মে, ২০২২)
ফাইল ছবি- রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে দেখা যাচ্ছে মস্কোতে তার আপিল শুনানির সময়। পোকরভের আইকে-২ সংশোধনমূলক পেনাল কলোনির একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রাপ্ত ছবি। (২৪ মে, ২০২২)

রুশ বিরোধী দলীয় নেতা কারাবন্দী অ্যালেক্সি নাভালনিকে আর্কটিক সার্কেলের উত্তরে একটি শাস্তিমূলক স্থানে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার একথা নিশ্চিত করেছেন তিনি।

কয়েক সপ্তাহ ধরে তার সাথে দলের সদস্যরা যোগাযোগহীন থাকার পর তারা তার অবস্থান জানতে পেরেছেন বলে জানান। এর একদিন পর এক্স-এ নাভালনির ঐ বার্তা আসে ।

মস্কোর পূর্বাঞ্চলে ভ্লাদিমিরে নাভালনিকে আটক রাখা হয়েছিল। বর্তমানে কঠোর শীতের জন্য পরিচিত ইয়ামাল-নেনেটস অঞ্চলের খার্পে রাখা হয়েছে তাকে।চ

পোষ্টে নাভালনি বলেন, তাকে অনেক সতর্কতায় অদ্ভুত পথে স্থানান্তর করা হয়েছে। ফলে জানুয়ারি পর্যন্ত তার অবস্থান জানা যাবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। তিনি বলেন,

"যাই হোক, আমাকে নিয়ে চিন্তার কিছু নাই। আমি ভালো আছি। অবশেষে নিজের অবস্থান জানাতে পেরে, আমি পুরোপুরি স্বস্তি বোধ করছি। সমর্থনের জন্য সবাইকে আবার ধন্যবাদ। ছুটির দিন শুভ হোক।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ সোমবার বলেন, নতুন জায়গায় তার আইনজীবী তাকে দেখতে পেয়েছেন। তিনি বলেন, নাভালনিকে সেখানে আটকে রাখার উদ্দেশ্য তাকে বিচ্ছিন্ন করা।

২০২১ সালে জার্মানী থেকে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। এর আগে তিনি জার্মানীতে বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং এর জন্য ক্রেমলিনকে দায়ী করেন। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG