বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সবাইকে সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে তাঁর দলের প্রার্থীদের পক্ষে ভোট দেবার আহবান জানিয়েছেন।
শেখ হাসিনা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুর বিভাগে নির্বাচনী প্রচার চালনা। তিনি পীরগঞ্জ, মিঠাপুকুর ও তারাগঞ্জে তিনটি পৃথক জনসভায় ভাষণ দেন।
তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “সাত জানুয়ারির নির্বাচনে একেবারে সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন।”
তিনি বলেন, “নৌকা হচ্ছে হযরত নূহ (আ.) এর মহাপ্লাবনের সময় মানবজাতিকে রক্ষা করা নৌকার প্রতীক। এই নৌকা আপনাদের জীবনযাত্রার মান উন্নত করেছে।”
জনসভাগুলোতে আওয়ামী লীগের মনোনীত তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।
বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকায় ভোট চান।
“নৌকা আমাদের স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি এনেছে, নৌকা উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলবে,” তিনি বলেন।
শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “এদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।”
শেখ হাসিনা মিঠাপুকুরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন। বিশৃঙ্খলা পরিহার করে নির্বাচনী প্রচার চালানোর জন্য আওয়ামী লীগের প্রার্থীদের প্রতি আহবান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে, জনগণের সেবার জন্য, আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।
গত ১৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত ৩টি নির্বাচনে জনগণ তার দলকে ভোট দিয়েছে বলেই সরকারের পক্ষে উন্নয়ন সম্ভব হয়েছে।