বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫টি দেশের প্রায় ১৮০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, তাদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ছাড়া, বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ জন কর্মকর্তা এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।
সেহেলী সাবরিন বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকেরাও নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের যাচাই-বাছাই করছে। প্রক্রিয়া শেষ হলে তাদের অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।”
সেহেলী সাবরিন বলেন, কয়েকজন সাংবাদিককে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে যে, তারা এখন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তিনি বলেন, একটি মিডিয়া সেলও এ লক্ষ্যে কাজ করছে।
সেহেলী সাবরিন বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যবস্থাপনার জন্য বাজেট সম্পর্কিত বিষয়গুলো বিবেচনাধীন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “তারা অবাধ, সুষ্ঠু, অহিংস ও স্বচ্ছ একটি নির্বাচন দেখতে এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন করতে চান।”
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেটে নিজ বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা চাই সারা বিশ্ব থেকে সবাই আসুক এবং আমাদের কাছ থেকে শিখুক।”