অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত রাইস: ২০২৪ সালে ভারতে আসছে কম দামের সরকারি চাল


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে ভারতে আসতে চলেছে সরকারি চাল। আটা, ডালের পরে এবারে সরকারি চালও আসতে চলেছে বাজারে। ভারতীয় মুদ্রায় প্রতি কেজি ২৫ দরে বাজারে বিক্রি হবে ‘ভারত রাইস’।

আটার চড়া দাম কমাতে ‘ভারত আটা’ ইতিমধ্যেই এসেছে ভারতের বাজারে। এরকমই কম দামে বিক্রি হচ্ছে ‘ভারত ডাল’।

মূল্যবৃদ্ধির চড়া হার কমে গিয়ে পেঁয়াজ ও টম্যাটোর দামও কমেছে। বাজারচলতি চালের দামের তুলনায় 'ভারত রাইস'-এর দাম অনেকটাই কম হতে চলেছে।

"ভারত রাইস' প্রতি কেজি ভারতীয় মুদ্রায় ২৫ দরে বিক্রি হবে। সরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই চাল পৌঁছে দেওয়া হবে।

এরজন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (নাফেড), ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ), কেন্দ্রীয় ভান্ডারের দোকান এবং মোবাইল ভ্যানের মাধ্যমে চাল বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্প্রতি সারা ভারতের খুচরো বাজারে চালের দাম বেড়েছে। ভারতীয় মুদ্রায় গড়ে প্রতি কেজি ৪৩.৩ কিলো দরে চাল বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় যা ১৪.১ শতাংশ বেশি।

কেন্দ্রের সিদ্ধান্তে, খুচরো বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করতে সরকার বাসমতি চালের রফতানি নিষিদ্ধ করে। বর্তমানে কেন্দ্রীয় সরকার কম দামে আটা ও ছোলার ডাল বিক্রি করছে।

সরকারি সংস্থাগুলির আউটলেটে 'ভারত আটা' প্রতি কেজি ভারতীয় মুদ্রায় ২৭.৫০ এবং 'ভারত ডাল' প্রতি কেজি ভারতীয় মুদ্রায় ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত চালও একইভাবে বিক্রি হবে বলে সূত্রের খবর।

XS
SM
MD
LG