অ্যাকসেসিবিলিটি লিংক

লোকসভা নির্বাচন: স্যাম পিত্রোদার দাবি ২০২৪ নির্বাচনে কারচুপি রুখতে নির্ভুল করতে হবে ইভিএম


কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) সিস্টেমের বর্তমান নকশা পরিবর্তন করা জরুরি। তা না হলে এবারের ভোটেও (২০২৪ সালে ভারতের আগামী লোকসভা নির্বাচন) ইভিএম কারচুপি অসম্ভব নয়।”

আনুষ্ঠানিকভাবে আসন্ন লোকসভা ভোটের ঘোষণা এখনও করেনি ভারতের জাতীয় নির্বাচন কমিশন। বিজেপির মোকাবিলায় ভারতের অধিকাংশ বিরোধী দল গঠন করেছে 'ইন্ডিয়া' জোট। অন্যদিকে বিজেপি শিবির দাবি করেছে গতবারের (২০১৯-এর লোকসভা নির্বাচন) চেয়েও এবারে বেশি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতা দখলের হ্যাটট্রিক করবে বিজেপি।

গতবারে ৩৫০-র বেশি আসনে জিতেছিল এনডিএ জোট। এর মধ্যে বিজেপি এককভাবে পেয়েছিল ৩০৩টি আসন। বিজেপির তরফে দাবি করা হচ্ছে, এবারের ভোটে তারা অন্ততপক্ষে ৪০০টি আসনে জিতবে।

বিজেপির এমন সম্ভাবনা বাস্তব হতে পারে বলে মনে করছেন কংগ্রেসের স্যাম পিত্রোদা। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে স্যাম পিত্রোদার সতর্কবার্তা, “ইভিএম ঠিক না হলে এটা সম্ভব!”

এ ব্যাপারে আগেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন পিত্রোদা। তিনি বলেন, “কমিশনের ক্ষমতা অনেক। তারা চাইলে ইভিএমকে নির্ভুল করতে পারেন।”

২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে সরিয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে বিজেপি সরকার। সেই বছর ইভিএম-এ কারচুপির অভিযোগে বিজেপির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা।

যদিও বিরোধীদের আনা সেই অভিযোগ তখন খারিজ করে দিয়েছিল কমিশন। পিত্রোদা বলেন, বিষয়টি নিয়ে কমিশনের বাড়তি গুরুত্ব দেওয়া দরকার।

XS
SM
MD
LG