অ্যাকসেসিবিলিটি লিংক

হামলার পরিকল্পনা নিয়ে আই-এস’এর সাথে জড়িত থাকার সন্দেহে ২৯ জনকে আটক করেছে তুরস্ক


ছবিতে ইসলামিক স্টেটের পতাকা দেখা যাচ্ছে। ফাইল ছবি।
ছবিতে ইসলামিক স্টেটের পতাকা দেখা যাচ্ছে। ফাইল ছবি।

তুরস্কের কর্তৃপক্ষ নয়টি প্রদেশ জুড়ে অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ( আই-এস)’এর সাথে জড়িত থাকার সন্দেহে ২৯ জনকে আটক করেছে। শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া একথা বলেন।

ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, শুক্রবার “অপারেশান হিরোস-৩৭” এ ধরা পড়া সন্দেহভাজনরা ইস্তাম্বুলের গির্জা এবং সিনাগগে হামলার পরিকল্পনা করছিল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঐ অভিযানে আটক ২৯ জনের সাথে জড়িত থাকার সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়েছে। এতে বলা হয়েছে, ওই তিনজন ইসলামিক স্টেটের উর্ধ্বতন সদস্য। এতে আরও বলা হয়, একজন আঙ্কারায় ইরাকি দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল।

.সন্দেহভাজন ব্যক্তি বা অপারেশন সম্পর্কে আনাদোলু আর বিস্তারিত কিছু জানায়নি।

১ অক্টোবর আঙ্কারায় সরকারি ভবনের কাছে কুর্দি জঙ্গিরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্তৃপক্ষ ইসলামিক স্টেট এবং কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

XS
SM
MD
LG