বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে বলে উল্লেখ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী তৈমুর আলম খন্দকার।
“নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে। তাই, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, সব প্রার্থীকে সমষ্টিগতভাবে সহানুভূতিশীল হয়ে কাজ করতে হবে,” তিনি সোমবার (১ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগে বিভক্তির কারণে তাঁর জয়ের পথ সহজ হয়েছে ।
তৈমুর আলম খন্দকার বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে ''দলের মধ্যে বিভক্তি'' দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হলেন গোলাম দস্তগীর গাজী। আর, উপজেলা আ্ওয়ামী লীগের নেতা শাহজাহান ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
“আওয়ামী লীগ সমর্থক ভোটাররা বিভক্ত হয়ে পড়েছে। এ কারণে আমার জনপ্রিয়তা অনেক বেড়েছে,” খন্দকার বলেন।
ভোটের দিন সারা দেশে তৃণমূল বিএনপির পোলিং এজেন্টদের অবস্থান নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তৈমুর আলম খন্দকার।
তৃণমূল বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিলে, পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব।
নারায়ণগঞ্জ-১ আসনে আরও আছেন: শহীদুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চেয়ার; জয়নাল আবেদীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী, ট্রাক; গাজী গোলাম মূর্তজা, স্বতন্ত্র, ঈগল; হাবিবুর রহমান, স্বতন্ত্র আলমিরা; সাইফুল ইসলাম, জাতীয় পার্টি, লাঙ্গল; মোহামমদ যোবায়ের আলম ভূঞা, জাকের পার্টি, গোলাপ ফুল।
নাজমুল হুদার তৃণমূল
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদা ২০১৫ সালে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর, এক পর্যায়ে দলটি, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেয়ার চেষ্টা করে।
প্রতিষ্ঠার পর, দীর্ঘকাল তৃণমূল বিএনপি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়নি। শেষ পর্যন্ত নিবন্ধনের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
পরে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং পুরোদমে রাজনৈতিক কার্যক্রম শুরু করে।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল বিএনপি অন্যতম।