অ্যাকসেসিবিলিটি লিংক

মঈন খান: ‘বিএনপি চলতি বছর শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে’


জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ১ জানুয়ারি, ২০২৪।
জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ১ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন যে ২০২৪ সালে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবদুল মঈন খান আরো বলেন, “আগামী দিনগুলোতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আরো শক্তিশালী হবে।”

“ভুয়া ও সাজানো নির্বাচনের জন্য যে প্রহসন করা হচ্ছে, তা আমরা প্রত্যাখ্যান করেছি। জনগণের সঙ্গে আমরা এই একদলীয় সরকারকে প্রত্যাখ্যান করেছি;” যোগ করেন ড. খান।

তিনি অভিযোগ করেন যে বর্তমান সরকার জনগণের সমর্থনে দিয়ে নয়, বুলেট ও রাষ্ট্রযন্ত্রের শক্তি ব্যবহার করে ক্ষমতায় রয়েছে।

মঈন খান বলেন, “বুলেট, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেডের ব্যবহার ছাড়াই আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। আমরা জনগণের শক্তিতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এটা করবো।”

তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবে।”

সরকার ও নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভুয়া নির্বাচন করতে যাচ্ছে বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা। বলেন, “আপনারা দেখেছেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করে ইতোমধ্যে সবকিছু এলোমেলো করে দিয়েছে।”

মঈন খান আরো বলেন, “এমনকি, ক্ষমতাসীনদের জোট ও পোষা বিরোধী দলের প্রার্থীরাও এই নির্বাচনের সমালোচনা করছেন। সুতরাং এ বিষয়ে আমাদের কিছু বলার দরকার নেই।”

সরকার ইতোমধ্যে ৩০০ আসনে কারা এমপি হবেন তা নির্ধারণ করে নির্বাচন করেছে বলে অভিযোগ করেন ড. মঈন খান।

তিনি বলেন, “এটি একটি ভুয়া নির্বাচন। কোনো জনপ্রতিনিধি সংসদ সদস্য হবেন না; কারণ এটি মনোনয়নের নির্বাচন হবে।”

“নির্বাচন কমিশন ৭ জানুয়ারি পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করবে; উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

গণসংযোগ বৃহস্পতিবার পর্যন্ত

এদিকে, আরো তিন দিন বাড়িয়ে, বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার (১ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্ধিত কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, “সারাদেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলো আবার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।”

কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। এর আগে, গত শনিবার গণসংযোগ কর্মসূচির মেয়াদ সোমবার পর্যন্ত বাড়ানো হয়।

XS
SM
MD
LG