অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: শেখ হাসিনা বললেন ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকুন’


ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ২ জানুয়ারি, ২০২৩।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ২ জানুয়ারি, ২০২৩।

স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “চারপাশে ষড়যন্ত্র চলছে।”

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, তারা এখনো ষড়যন্ত্র বন্ধ করেনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন যে ষড়যন্ত্রকারীরা তাদের চক্রান্তের জাল বিস্তৃত করছে, কারণ তারা জানে বাংলাদেশ কখনো কারো কাছে মাথা নত করে না।

শেখ হাসিনা বলেন, 'আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কখনো কারো কাছে মাথা নত করি না এবং করবো না।”

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে; আরো অনেক কিছু করার আছে।

“বাংলাদেশকে আমাদের উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য আপনাদের কার প্রয়োজন? শুধু আমাকে বলুন। কেবল নৌকাই এটি করতে পারে;” যোগ করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। এদের মধ্যে রয়েছে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। আর, ৩০০টি সংসদীয় আসনের জন্য এসব দলের মোট ১,৮৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। এ ছাড়া, বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। সেগুলোর মধ্যে রয়েছে; এলডিপি, খেলাফত মজলিস, সিপিবি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, জেএসডি (রব), বাসদ, বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

XS
SM
MD
LG