অ্যাকসেসিবিলিটি লিংক

নববর্ষের দিন তাইবার নদীতে ঐতিহ্যবাহী ঝাঁপ


নববর্ষের দিন তাইবার নদীতে ঐতিহ্যবাহী ঝাঁপ
please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

২ জানুয়ারি, মঙ্গলবার তিন ব্যক্তি রোমের ক্যাভুর সেতু থেকে তাইবার নদীতে ঝাঁপ দিলেন। এটি নববর্ষের দিনের ঐতিহ্য যা কয়েক দশক ধরে চলে আসছে।

১৯৪৬ সালে নববর্ষের দিনে প্রথম তাইবার নদীতে ঝাঁপ দেওয়ার উৎসব হয়েছিল। তারপর ১৯৮৯ সাল পর্যন্ত অনিয়মিতভাবে এটি উদযাপন করা হয়েছে। এই বছর থেকে সাঁতারুদের একটি দল এটি আবার শুরু করেছে।

ক্যাভুর সেতুর প্রায় ১৮ মিটার উচ্চতা থেকে যে তিনজন সাঁতারু নদীতে লাফ দিয়েছেন তারা হলেন সিমোনে কারাবেলা, ওয়াল্টার স্খিরা ও মার্কো ফয়েস। (এপি)

XS
SM
MD
LG