অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: রাজশাহী জেলার ৪ ভোটকেন্দ্রে আগুন


ফাইল ফটো
ফাইল ফটো

বাংলাদেশের রাজশাহী জেলায়, তিন উপজেলার তিনটি আসনের চারটি ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে। একটি ভোটকেন্দ্রের সামনে পাওয়া গেছে দুইটি হাতবোমা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে পেট্রোল ঢেলে এসব ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়। আগুনে বই ও কাগজপত্রসহ স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে।

ভোটকেন্দ্রগুলো হলো; রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুইটি হাতবোমা পাওয়া গেছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষের জানালা দিয়ে পেট্রোলবোমা ফেলা হয়। এতে কক্ষটিতে আগুন ধরে যায় এবং সেখানে থাকা বইপত্র পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার।

XS
SM
MD
LG