অ্যাকসেসিবিলিটি লিংক

আইসিসি টেস্ট ক্রম তালিকায় ভারতকে ছাপিয়ে এক নম্বর স্থান দখল অস্ট্রেলিয়ার


ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা
ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা

আইসিসি টেস্ট ক্রম তালিকায় ভারতকে পেরিয়ে এক নম্বর স্থান পেল অস্ট্রেলিয়া। ছ’মাস পরে শীর্ষ স্থান ফিরে পেল অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। এরই মধ্যে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। তৃতীয় টেস্টেও ভাল অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া দল। তার আগেই টেস্টে শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে তাদের।

টেস্টক্রম তালিকায় একটা সময় ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং ছিল ১১৮। পয়েন্ট বেশি থাকার সুবাদে রোহিত শর্মারা এগিয়ে ছিলেন।

ভারত সদ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করায় রেটিং একটু হলেও কমেছে (১১৭)। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা অস্ট্রেলিয়া এক নম্বরে উঠে এসেছে।

১১৫ রেটিং নিয়ে ইংল্যান্ড আছে তিন নম্বরে। চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১০৬। পাঁচে নিউজিল্যান্ড (৯৫), ছয়ে পাকিস্তান (৯২), সাতে শ্রীলঙ্কা (৭৯), আটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৭৭)। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই নয় নম্বরে আছে বাংলাদেশ। পরের অবস্থানে থাকা জিম্বাবোয়ে বেশ পিছিয়ে, তার রেটিং ৩২। শেষ দুটি স্থানে রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

XS
SM
MD
LG