অ্যাকসেসিবিলিটি লিংক

জরুরি অবস্থা ঘোষণা করার পর ইকুয়েডর সীমান্তে পুলিশ পাঠিয়েছে পেরু


১০ জানুয়ারি বুধবার পেরুর লিমাতে পেরুভিয়ান পুলিশ কর্মকর্তারা একটি বিমানে করে ইকুয়েডরের সাথে দেশটির উত্তর সীমান্তের দিকে রওনা হন। এর আগে পেরু প্রতিবেশী দেশটিতে নিরাপত্তা সংকট দেখা দেয়ার পরে সীমান্তে জরুরি অবস্থা জারি করে।

ইকুয়েডরের একটি টিভি স্টুডিওতে বন্দুকধারীরা ঝড়ের গতিতে সেখানে ঢুকে গুলি চালানোর ঘটনায় অপরাধীদের ‘নিষ্ক্রিয়’ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।কারণ সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বিতীয় দিনে দস্যুরা সেখানে যত্থেচ্ছভাবে হত্যা করার হুমকি দিয়েছে।

রবিবার ইকুয়েডরের সবচেয়ে শক্তিশালী গ্যাং নেতারা জেল থেকে পালানোর পর প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জরুরি অবস্থা ঘোষণা করেন। এরপর গ্যাংগুলো সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। (এএফপি)

XS
SM
MD
LG