অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় নজরদারি করতে উপগ্রহ পাঠালো জাপান


উত্তর কোরিয়ায় নজরদারি করতে উপগ্রহ পাঠালো জাপান
please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

১২ জানুয়ারি, শুক্রবার জাপানের মহাকাশ সংস্থা এইচ২এ রকেট উৎক্ষেপণ করেছে। এতে রয়েছে একটি গোয়েন্দা উপগ্রহ।

জাপানের তানেগাশিমা থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে এবং পিয়ংইয়ং যেহেতু তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে উন্নত করছে তাই জাপানের পাঠানো এই উপগ্রহ উত্তর কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। (এপি)

XS
SM
MD
LG