অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ: ‘পূর্ব-পশ্চিমের সব দেশ দিন শেষে আমাদের উন্নয়ন অংশীদার’


পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৪ জানুয়ারি, ২০২৪।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৪ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশের ওপর বাইরের কোনো চাপ নেই বলে উল্লেখ করেছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (১৪ জানুয়ারি)পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেছেন, বিভক্ত বিশ্বের প্রেক্ষাপটে, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’-এই পররাষ্ট্রনীতিতে অবিচল থাকবে বাংলাদেশ।

তিনি জানান, “পূর্ব-পশ্চিমের সব দেশ আমাদের সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।দিন শেষে তারা আমাদের উন্নয়নের অংশীদার এবং আমরা একসঙ্গে কাজ করবো।”

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. হাছান মাহমুদ।

তিনি উল্লেখ করেন যে বিশ্ব ধীরে ধীরে বিভক্ত হয়ে পড়ছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে এ বিভক্তি একটি চ্যালেঞ্জ।

এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন যে প্রতিটি দেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিবরণ (পারসপেক্টিভ অ্যান্ড ন্যারেটিভ) রয়েছে। বাংলাদেশ সরকার সেই দৃষ্টিভঙ্গি ও বক্তব্যকে মূল্য দেয় বলে উল্লেখ করেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এটি একটি চ্যালেঞ্জ।”

এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বর্ণনা অনুযায়ী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

তিনি বলেন, “আমরা দেশের উন্নয়নের জন্য পাশ্চাত্য বা প্রাচ্য সব দেশের সঙ্গে কাজ করবো। আমরা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি, কারো সঙ্গে বৈরিতা করি না।”

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আরো জানান যে সরকার অর্থনৈতিক কূটনীতিতে মনোনিবেশ করবে এবং এই ক্ষেত্রে প্রচেষ্টা জোরদার করবে।

বৈদেশিক মুদ্রার মজুদ সংকট মোকাবেলায়, বৈধ উপায়ে রেমিট্যান্স নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান ড. মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন যে তথ্য মন্ত্রণালয় তার জন্য একটি চ্যালেঞ্জ ছিলো।

“বৈশ্বিক প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই একটি চ্যালেঞ্জ এবং এখন বিশ্বের বিভিন্ন অংশে যুদ্ধ চলছে;” যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

জয়শংকরের অভিনন্দন

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।

রবিবার দুপুরে, এক্স হ্যন্ডেলে (টুইটার) এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরো গভীর করতে আমরা একসঙ্গে কাজের প্রত্যাশা করি।”

XS
SM
MD
LG