অ্যাকসেসিবিলিটি লিংক

আইসিসি: বাংলাদেশি অলরাউন্ডার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ


বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে, সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুর্নীতি দমন আইন লঙ্ঘনের দায়ে দুই বছরের জন্য নাসির হোসেনকে নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

৩২ বছর বয়সী নাসিরের বিরুদ্ধে ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তিনটি অভিযোগ আনে। তিনি সেসব অভিযোগ স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ হলো, ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার প্রকাশ না করা, যার মধ্যে একটি নতুন আইফোন-১২ ছিলো।

দ্বিতীয় অভিযোগ, আইফোন-১২ এর মাধ্যমে দুর্নীতিতে জড়িত হওয়ার আমন্ত্রণ সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ প্রকাশ না করা।

তৃতীয় অভিযোগ, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সঠিক ও সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে অস্বীকারের মাধ্যমে সহযোগিতা না করা।

নাসির হোসেন ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে ১১৫টি ম্যাচে খেলেছেন বাংলাদেশের হয়ে।

এই সময়ের মধ্যে তিনি ৩৯টি উইকেটসহ ২ হাজার ৬৯৫ রান যোগ করেন তার ক্যারিয়ারে।

আন্তর্জাতিক বিরতি সত্ত্বেও, ঘরোয়া অঙ্গনে সক্রিয় ছিলেন তিনি। এছাড়া, সম্প্রতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন নাসির।

নাসিরের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৭ এপ্রিল।

নিষেধাজ্ঞার স্থগিত অংশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে, নাসির আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরতে পারবেন বলে জানিয়েছেন ক্রিকেট কর্মকর্তারা।

XS
SM
MD
LG