অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়াতে শুরু হলো সর্ববৃহৎ একক গণ্ডার স্থানান্তর কর্মসূচী


১৬ জানুয়ারি মঙ্গলবার কেনিয়ার কর্মকর্তারা তাদের সর্ববৃহৎ একক গণ্ডার স্থানান্তর প্রকল্পের বাস্তবায়ন শুরু করে। গুরুতরভাবে বিপন্ন গণ্ডারের ২১টিকে সনাক্ত এবং তীব্রগতিতে ধাওয়া করে ট্রাকে তুলে কয়েকশো মাইল দূরে তাদের নতুন আবাসস্থলে নিয়ে যাওয়া হয়।

২০১৮ সালে পূর্ব আফ্রিকান দেশটিতে গুরুতরভাবে বিপন্ন গণ্ডারগুলোকে স্থানান্তরিত করার পূর্বের একটি প্রচেষ্টা বিপর্যস্ত হয়; কারণ সরিয়ে নেয়া ১১টি গণ্ডার মারা গিয়েছিল।

বন্যপ্রাণী কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, প্রকল্পটি শ্রমসাধ্য এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে সম্ভবত কয়েক সপ্তাহ সময় লাগবে।

গন্ডার সংরক্ষণ দাতব্য সংস্থা সেভ দ্য রাইনোস জানায়, পৃথিবীতে মাত্র ৬ হাজার ৪৮৭টি বন্য গন্ডার অবশিষ্ট রয়েছে। এগুলোর সবকটিই রয়েছে আফ্রিকায়। (এপি)

XS
SM
MD
LG