অ্যাকসেসিবিলিটি লিংক

রামমন্দির উদ্বোধনের দিন বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে দেশের সব রেলস্টেশন


রামমন্দির উদ্বোধনের দিন বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে দেশের সব রেলস্টেশন।
রামমন্দির উদ্বোধনের দিন বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে দেশের সব রেলস্টেশন।

২২ জানুয়ারি, আগামী রবিবার উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। শুধু অযোধ্যা নয়, রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সারা ভারতের সব রেল স্টেশনকেও সাজিয়ে তোলা হয়েছে।

ভারতীয় রেল সূত্রের খবর, ২২ জানুয়ারি সারা দেশের সমস্ত রেল স্টেশনে পালন করা হবে অকাল দীপাবলি। বিশেষ করে দেশের সব জংশন সহ বড় স্টেশনগুলিকে ওই দিন বিশেষ আলোর ব্যবস্থা করা হচ্ছে।

দেশের যে সমস্ত স্টেশনের নামের সঙ্গে 'রাম' শব্দটি রয়েছে সেই স্টেশনগুলিকে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হবে।

স্টেশনের নামের সঙ্গে 'রাম' শব্দটি জুড়ে রয়েছে, সারা ভারতে এমন স্টেশনের সংখ্যা ৩০০-র বেশি।

ভারতীয় রেল সূত্রে জানা গেছে, দেশে মোট রেল স্টেশনের সংখ্যা ৮ হাজার ৯১১টি। বিশেষ ওই দিনে সমস্ত স্টেশনকে আলোয় সাজিয়ে তোলা হবে। থাকবে প্রদীপ প্রজ্জ্বোলনের বিশেষ ব্যবস্থা।

XS
SM
MD
LG