অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখের বেশি


বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।

ভোটার তালিকা হালনাগাদ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। রবিবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন জানিয়েছে, সর্বশেষ খসড়া হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে।

ইসির সহকারী পরিচালক আশাদুল হক জানান, হালনাগাদ ভোটার তালিকায় পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। আর, নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিশন একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সেই তালিকা মতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৭ জানুযারি। তখনকার তালিকা মতে মোট ভোটার ছিলো ১১ কোটি, ৮৯ লাখ ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার, ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন; নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার ছিলো ৮৪৯ জন।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে, নির্বাচন কমিশন এ বছর এই নিয়ম রক্ষা করতে পারেনি।

নির্বাচন কমিশন বলেছে, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এই তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি, মৃত, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

আপত্তি নিষ্পত্তি শেষে, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এ তালিকা ধরেই আগামী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

XS
SM
MD
LG