বাংলাদেশর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনের পর, বাংলাদেশের জন্য আর কোনো কূটনৈতিক সমস্যার আশঙ্কা নেই।
সোমবার (২২ জানুয়ারি) বিকালে সচিবালয়ে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেশে একটা কূটনৈতিক সংকট ছিলো, নির্বাচনের পর কূটনীতিকরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
কূটনৈতিক সংকট কি কেটে গেছে, এমন প্রশ্নেন জবাবে আনিসুল হক বলেন, “আমি কূটনৈতিক সংকট বলবো না। আমার মনে হয়, বরং আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিলো। আমি সেটাই বলবো।”
“অবশ্যই আপনারা এখন দেখছেন, নির্বাচনের পর সে রকম কোনো কূটনৈতিক সমস্যার আশঙ্কা নেই;” যোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আইনের সমস্যা প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক জানান, আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, তাদের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টিকরণ সব সময় প্রয়োজন হয়।
“আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন আমাদের দেশেও দরকার কি না; আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করা হয়েছে সেগুলো ভারতে দরকার কি না, সে বিষয়ে আমরা সব সময় আলোচনা করি। আজও এ বিষয়ে কথা বলেছি;” জানান আনিসুল হক।
আইনমন্ত্রী জানান, আজ বিশেষ একটি বিষয় নিয়ে তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে আলাচনা করেছেন। তা হলো, ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমির আদলে বাংলাদেশে একটি একাডেমি প্রতিষ্ঠা করা।
আনিসুল হক বলেন, “ভূপালের একাডেমিতে বাংলাদেশের ১,২০৬ জন জুডিসিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন। আমাদের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠায় ভারতের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ-আলোচনা করেছি।"