অ্যাকসেসিবিলিটি লিংক

আয়ারল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহরে ঘূর্ণিঝড় ইশা আঘাত করেছে


রবিবার, ২১ জানুয়ারি আয়ারল্যান্ডের উপকূলরক্ষী বাহিনীর পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সে দেশের উপকূলবর্তী এক শহরে ঘূর্ণিঝড় ইশার প্রবল বাতাস ও ঢেউ একাধিক নৌকায় আঘাত করেছে।

এই ঘূর্ণিঝড়ে আয়ারল্যান্ডের ২ লক্ষ ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ডাবলিনে আসা-যাওয়ার ১০২টি উড়ান বাতিল করা হয়।

ঘূর্ণিঝড়টি প্রতিবেশী ব্রিটেনে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে। এখানে একাধিক উড়ান বাতিল করা হয় এবং সোমবার হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। (রয়টার্স)

XS
SM
MD
LG