অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: গাজা যুদ্ধে নিহতদের হাসপাতালের পাশে সমাহিত করা হয়েছে


বুধবার, ২৪ জানুয়ারি গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে প্রধান নাসের হাসপাতালের কাছে ফিলিস্তিনিদেরকে তাদের প্রিয়জনদের অস্থায়ী কবরে কবর দিতে দেখা গেছে। হাসপাতালের কাছে ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের সাথে লড়াই করছে।

চিকিৎসকরা জানিয়েছেন, লড়াইয়ের কারণে শত শত রোগী এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এলাকা ছাড়তে পারছেন না।

শোকার্ত মানুষ ও স্বেচ্ছাসেবকদের মাটি খুঁড়ে বেশ কয়েকটি মৃতদেহ দাফন করতে দেখা গেছে। এর মধ্যে শিশুদের মৃতদেহও ছিল। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG