অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক: ‘কৌশলগত স্বার্থ নেই, তবে ঢাকা-সওল সম্পর্ক এগিয়ে নিতে হবে’


কসমস ডায়ালগে মূল বক্তব্য প্রদান করছেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।
কসমস ডায়ালগে মূল বক্তব্য প্রদান করছেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেছেন, ঢাকা ও সওল পারস্পরিক লাভজনক উপায়ে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে পারে।

শনিবার (২৭ জানুয়ারি) কসমস ডায়ালগে মূল বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

এ সময় তিনি বলেন, “ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের মতো দেশ নয় দক্ষিণ কোরিয়া। আর, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কেনো কৌশলগত স্বার্থ নেই।”

গত পাঁচ দশকে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন অর্জনের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এই সম্পর্কের ওপর ভিত্তি করে আগামী ৫০ বছরকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেয়ার এখনই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, “এ জন্য উভয় দেশকে উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়াতে হবে।”

বাংলাদেশের সঙ্গে ১৯৭৩ সালে দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর পর থেকে দুই দেশ রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, উন্নয়ন সহযোগিতা এবং জনশক্তি বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে আসছে।

সম্প্রতি দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। পুঞ্জীভূত অর্থের দিক থেকে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ পঞ্চম বৃহত্তম।

XS
SM
MD
LG