নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে, দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিন সোমবার (৩০ জানুয়ারি) সারা দেশে কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার (২৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, পূর্বঘোষিত কালো পতাকা মিছিল শুরুর আগে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “অবৈধ ডামি সংসদ বাতিল করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে, আগামী ৩০ জানুয়ারি সব মহানগর, জেলা, উপজেলায় কালো পতাকা মিছিল বের করবে আমাদের দলের সব শাখা।”
জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি সফল করতে, বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে, দুপুরে, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচিতে যোগ দিতে, ঢাকার দুই মহানগরীর বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে সমবেত হন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকাল ৩টার দিকে কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিল রাজধানীর নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় হয়ে আরামবাগ মোড়ের কাছে গিয়ে শেষ হয়।
একই দাবিতে শুক্রবার (২৬ জানুয়ারি) বিএনপির সব জেলায় একই ধরণের কর্মসূচি পালন করা হয়। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, এটা ছিলো বিএনপির প্রথম রাজপথের কর্মসূচি।