বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায়। আর, একই দিনে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
প্রথম অধিবেশন
প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির বক্তব্য ইতোমধ্যেই মন্ত্রিসভায় অনুনোমোদিত হয়েছে।
এর আগে, সংবিধানের ৭১ (১) ধারা অনুযায়ী, অর্পিত ক্ষমতাবলে, জাতীয় সংসদের ২০২৪ সালের প্রথম অধিবেশন আহবান করেন রাষ্ট্রপতি।
সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আওয়ামী লীগ সংসদীয় দলের মনোনয়ন পাওয়ায় স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে এবারও থাকছেন যথাক্রমে শিরীন শারমিন চৌধুরী এবং শামসুল হক টুকু।
এছাড়া, বেশ কিছু সংসদীয় কমিটি গঠিত হবে এই অধিবেশনে।
দ্বাদশ জাতীয় সংসদ
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে। সংসদের ৩০০ আসনের মধ্যে ফল ঘোষণা করা হয়েছে ২৯৯টির। এর মধ্যে ২৯৯ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
আর, জাতীয় পার্টি ১১ আসন পেয়ে সংসদে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ও বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৬২ জন সংসদ সদস্য হয়েছেন। এদের মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা।
কালো পতাকা মিছিল করবে বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে কালো পতাকা নিয়ে মিছিল করবে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।
নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তি দাবিতে এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো।
সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সব ইউনিট একযোগে কর্মসূচি পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ কর্মসূচি সফল করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।