অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: পশ্চিম তীরের এক হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী


৩০ জানুয়ারি মঙ্গলবার ইসরাইলের বাহিনী বেসামরিক নারী ও স্বাস্থ্যকর্মীদের ছদ্মবেশে অধিকৃত পশ্চিম তীরের একটি হাসপাতালে আক্রমণ করে, এতে তিনজন ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়।

হাসপাতালের নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে প্রায় ১২ জন ছদ্মবেশী সেনা সদস্যকে দেখা গেছে। তাদের বেশিরভাগই সশস্ত্র ছিলেন। তাদের বেশিরভাগ মুসলিম হিজাব পরিহিত নারীদের পোশাকে ছিলেন এবং স্ক্রিব বা ডাক্তারদের সাদা কোট পরা হাসপাতালের কর্মীদের পোশাক পরা ছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালের ওয়ার্ডে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করেছে।

মন্ত্রণালয় এই অভিযানের নিন্দা জানিয়েছে এবং এ ধরনের অভিযান বন্ধে ইসরাইলের সেনাবাহিনীকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

কোনো প্রমাণ না দিয়ে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, জঙ্গিরা হাসপাতালটিকে আস্তানা হিসেবে ব্যবহার করছিল। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG