অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সাথে বন্দী বিনিময়ের আওতায় ইউক্রেনীয় বন্দীরা ফিরে আসছে


গত সপ্তাহে একটি সামরিক পরিবহন বিমানের বিধ্বস্ত হওয়ার পরে উত্তেজনা সত্ত্বেও ৩১ জানুয়ারি বুধবার রাশিয়া এবং ইউক্রেন প্রত্যেকে প্রায় দুইশোজন যুদ্ধবন্দী বিনিময় করেছে। মস্কো দাবি করেছিল ওই বিমানে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বহন করা হচ্ছিল এবং কিয়েভের বাহিনী সেটিকে গুলি করে ভূপাতিত করেছিল।

ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে ধারণ করা ফুটেজে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত বহু বন্দী বাস থেকে নেমে দেশের মাটিতে স্বাধীনতার স্বাদ নিচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান জানিয়েছেন, মুক্তি পাওয়া ইউক্রেনীয়দের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, বর্ডার সার্ভিস এবং জাতীয় পুলিশের সদস্যরা রয়েছেন। (এপি)

XS
SM
MD
LG