অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার রাজধানীতে গ্যাস বিস্ফোরণে লেলিহান আগুনের পিণ্ড


শুক্রবার, ২ ফেব্রুয়ারি কেনিয়ার রাজধানীতে গ্যাস-ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ এক ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি করে যাতে একাধিক বাড়ি ও গুদাম পুড়ে গেছে। এই ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও ২৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে, লেলিহান আগুনের পিণ্ড আকাশে উঠছে এবং পাশের বাড়ি থেকে স্তম্ভিত বাসিন্দারা সেদিকে তাকিয়ে রয়েছেন।

সরকারের এক মুখপাত্র বলেছেন, নাইরোবির এমবাকাসির ম্রাদি এলাকায় শেষ রাতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন অনেক বাসিন্দা সম্ভবত তাদের বাড়ির মধ্যে ছিলেন।

গ্যাস-ভর্তি একটি ট্রাকে বিস্ফোরণ ঘটায় বিশাল আগুনের পিণ্ড তৈরি হয় এবং উড়ে আসা এক গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ায় ওরিয়েন্টাল গুদাম পুড়ে ছারখার হয়ে গেছে। এই গুদামে কাপড় ও পোশাক থাকত। (এপি)

XS
SM
MD
LG