অ্যাকসেসিবিলিটি লিংক

সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করবে তিন জাতিসংঘ সংস্থা


জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।

সবচেয়ে দুর্বল এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করার বিষেয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে জাতিসংঘের তিনটি সংস্থা। শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংস্থাগুলো হলো; জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের এই সংস্থাগুলোর নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ডের প্রথম অধিবেশনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জাতিসংঘ সংস্থাগুলোর এই প্রতিশ্রুতির কথা জানান।

অধিবেশন চলে গত বছরের ২৯ জানুয়ারি থেকে চলমান বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই অধিবেশনে জাতিসংঘ সংস্থাগুলো, দেশ পর্যায়ে তাদের কাজের প্রভাব এবং বাস্তব, কর্মক্ষম পরিচালনার বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে।

অধিবেশনে, বোর্ডের মূল তদারকি কার্যক্রমের সঙ্গে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

অধিবেশন চলাকালে, ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম, ইউএনওপিএস এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা বোর্ডের সদস্যদের সঙ্গে তাদের অভিমত তুলে ধরেন।

তারা সকলেই, বিশ্বে চলমান অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ নির্বিশেষে, মূল ভিত্তিতে থেকে জনগণের জন্য কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মুহিত বোর্ডের পক্ষ থেকে সংস্থাগুলোকে কারিগরি ও কৌশলগত দিক নির্দেশনা প্রদান এবং তাদের কাজে সমর্থন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মুহিত নির্বাহী বোর্ডের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করা ছাড়াও দ্বিপক্ষীয় ও আঞ্চলিক কাঠামোতে সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন।

এর আগে, ২০২৩ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রদূত মুহিত ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি একই বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত মুহিত।

XS
SM
MD
LG