অ্যাকসেসিবিলিটি লিংক

লোকজ ঐতিহ্য: চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাম্পান বাইচ


বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য সাম্পান বাইচ
বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য সাম্পান বাইচ

নৌযান সাম্পান; বাংলাদেশের লোকজ সংস্কৃতির অংশ। প্রধানত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে এই সাম্পানের গভীরতর সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের বাণিজ্য, সাগর যাত্রা, সামাজিক সুখ-দুঃখের বর্ণনা জড়িয়ে আছে সাম্পানের সঙ্গে।

যান্ত্রিক নৌযানের এখন বাড়বাড়ন্ত অবস্থা। এমন পরিস্থিতিতে, এখনো কর্ণফুলি নদীর বুক চিরে চলছে সাম্পান। তবে, নতুন প্রজন্ম এই নৌযানটিকে আর আবেগ দিয়ে বিবেচনা করে না।

সাম্পানের ঐতিহ্য ও এর সাংস্কৃতিক ইতিহাসকে নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কের দিঘিতে আয়োজন করা হয় সাম্পান বাইচ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এই সাম্পান বাইচ (প্রতিযোগিতা) অংশ নেয় কর্ণফুলী নদীর পাঁচটি সাম্পান মাঝির দল।

সাম্পান চালিয়ে জীবিকা নির্বাহ করা মাঝিরা তুলে ধরেন তাদের জীবনের গল্প। সাম্পান বাইচ উপলক্ষে শনিবার হাজার হাজার মানুষ ভীড় করে ডিসি পার্কে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অভয় মিত্র ঘাট সাম্পান সমিতি। দ্বিতীয় হয়, ইছানগর বাংলা বাজার ঘাট সাম্পান সমিতি। আর, তৃতীয় স্থান পায় চরপাথর ঘাটা ব্রিজ ঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি।

এছাড়া, প্রতিযোগিতায় অংশ নেয় ইছানগর সদর ঘাট সাম্পান টেম্পু মালিক সমিতি এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন দল।

চট্টগ্রামের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। দেশ বিদেশের ১২৭ প্রজাতির ফুলের লক্ষাধিক গাছ দিয়ে সাজানো হয়েছে উৎসব প্রাঙ্গণ।

উৎসব ঘিরে চলছে বই মেলা, পিঠা উৎসব ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা।

XS
SM
MD
LG