জানুয়ারি শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২,০০০ কোটি (২০ বিলিয়ন) ডলারের নিচে নেমে এসেছে। এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী ৩১ জানুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ১,৯৯৪ কোটি ডলার। আর, গত ৩১ ডিসেম্বর রিজার্ভ ছিলো ১,৭২০ কোটি ডলার।
বাংলাদেশর কেন্দ্রীয় ব্যাংক বলছে, জানুয়ারি শেষে মোট রিজার্ভের পরিমাণ ছিল ২,৫০৯ কোটি ডলার।
আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতিতে করা হিসাব অনুযায়ী রিজার্ভ তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য; অন্যদিকে, বিনিয়োগের আদায় সাপেক্ষে মোট রিজার্ভও ব্যবহারযোগ্য।
বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধমান অর্থনীতির জন্য ছয় মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট বলে মনে করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান রিজার্ভ দিয়ে বাংলাদেশ প্রায় চার মাসের আমদানি বিল পরিশোধ করতে সক্ষম।
গত ২০২১ সালের আগস্টে, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৪,৮০০ ডলার।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে অবস্থানরত ও কর্মরত লাখ লাখ প্রবাসীর কাছ থেকে রেমিট্যান্স আকৃষ্ট করতে, বিধি শিথিলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।