মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গা নাগরিককে আদালতে হাজির করার পর, প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। এই রোহিঙ্গাদের শনিবার (১০ ফেব্রয়ারি) আদালতে হাজির করা হয়।
সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালত এবিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। পরে আদালত পুলিশের আবেদন গ্রহণ করে এবং এ বিষয়ে শুনানির জন্য রবিবার ( ১১ ফেব্রয়ারি) তারিখ নির্ধারণ করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসেন বলেন, অনুপ্রবেশকারী ২৩ জনকে পুলিশে সোপর্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর পর, শুক্রবার (৯ ফেব্রয়ারি) দুপুরে বিজিবি বাদী হয়ে কক্সবাজারের উখিয়া থানায় মামলা করে।
অনুপ্রবেশকারীদের কাছ থেকে ১২টি অস্ত্র, ৮৬৮ রাউন্ড গুলি এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান শামীম হোসেন।
অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আদালতে পাঠানোর আগে শামীম হোসেন বলেছিলেন, রোহিঙ্গারা অস্ত্রসহ কী কারণে বাংলাদেশে প্রবেশ করছে, তা জানতে এবং অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
পরে, শনিবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, অধিকতর তদন্তের স্বার্থে আটক ২৩ জনকে আদালতে সোপর্দ করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, অস্ত্রসহ আটক ২৩ জন রোহিঙ্গাকে আদালতে সোপর্দ করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। তারা কেন অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, ক্যাম্পে তাদের কী ধরণের কার্যক্রম রয়েছে, সে বিষয়ে খোঁজ নেয়া হবে।
পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম আরো জানান, শুক্রবার দুপুরে উখিয়া থানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাদী হয়ে একটি মামলা দায়ের করে অনুপ্রবেশকারীদের পুলিশের কাছে সোপর্দ করে। তাদের ১২টি অস্ত্রও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ২৩ জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক।