বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, গত ৭ জানুয়ারি একতরফা ভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগকে খেসারত দিতে হবে।
শনিবার (১০ ফেব্রয়ারি) এক মানববন্ধনে তিনি একথা জানান। এ সময় তিনি বিএনপিকে অবমূল্যায়ন না করতে ক্ষমতাসীন দলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, বিএনপি যেকোনো সময় রাজপথে ফিরে আসতে পারে। কারণ দেশের জনগণের মধ্যে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।অ
ফারুক বলেন, “ওবায়দুল কাদের সাহেব, আপনি কীভাবে বলেন যে- ৭ জানুয়ারির নির্বাচনে না আসার জন্য বিএনপিকে অনেক খেসারত দিতে হবে? উল্টো আমি বলতে চাই, এর মূল্য আপনাদের দিতে হবে।”
“গণতন্ত্র ধ্বংস করে আপনারা বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক লেপন করেছেন তার দায়ভার আপনাদের নিতে হবে। সুতরাং, আপনাদের এর জন্য খেসারত দিতে হবে;” যোগ করেন জয়নুল আবদিন ফারুক।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির মধ্যে সীমান্তে অব্যাহত গোলাগুলি চলছে এবং জনগণের সমর্থন ছাড়াই আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাচ্ছে।
বিএনপির রাজনীতি হলো দেশবিরোধী অপপ্রচার: হাছান মাহমুদ
এর আগে, গত ৩১ জানুয়ারি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছিলেন, বিএনপির রাজনীতির ভিত্তি ৩টি। সেগুলো হলো; সন্ত্রাস-খুন, জালিয়াতি, বিদেশে অপপ্রচার।
ড. হাছান বলেন, ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি যেভাবে আগুনসন্ত্রাস চালিয়েছে, সেইভাবে ২৮ অক্টোবর সমাবেশের নামে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাসপাতালের ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে যা দেশের ইতিহাসে ঘটেনি।
নির্বাচনে নিশ্চিত ভরাডুবি হবে বুঝেই বিএনপি অংশ নেয়নি এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা করেছে বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।