অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের সিত্তে শহরে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ইয়াঙ্গুনে সরানো হচ্ছে


মিয়ানমারের ইয়াঙ্গুনে সৈন্যরা সামরিক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। রয়টার্স ফাইল ছবি।
মিয়ানমারের ইয়াঙ্গুনে সৈন্যরা সামরিক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। রয়টার্স ফাইল ছবি।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মিয়ানমারের সিত্তে শহরে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই ইয়াঙ্গুনে অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১১ ফেব্রয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ইতোমধ্যেই মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।”

সিত্তে শহরে অবস্থিত অন্যান্য দেশের মিশনগুলো নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার (১০ ফেব্রয়ারি) বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

“শুধু আমাদের দেশে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আসছে, তা নয়, ভারতেও কয়েক শ' লোক ঢুকেছে;” জানান হাছান মাহমুদ।

তিনি আরো জানান, ভারতে প্রবেশ করা নিরাপত্তা বাহিনীর সদস্যদের তারা ফেরত নিয়ে গেছে মিয়ানমার। “দেশটির সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীসহ তাদের পরিবারের বেশ কিছু সদস্য আমাদের দেশেও পালিয়ে এসেছে;” যোগ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, মিয়ানমার সম্মত হয়েছে তাদের লোকদের ফিরিয়ে নিতে। “তাদেরকে ফেরত নেয়ার প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে;” তিনি জানান।

হাছান মাহমুদ আরো বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান বাহিনীসহ অন্যদের সংঘাত চলছে। সে সংঘাতের কারণে মাঝেমধ্যে দুই একটি গোলা বাংলাদেশে এসে পড়েছে। দুজন মানুষের মৃত্যু হয়েছে। এ সব ঘটনার জন্য সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

XS
SM
MD
LG