গত বছরের ২৮ অক্টোবরের আগে ও পরে, কারাগারে মারা যাওয়া নেতা-কর্মীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
রিজভী দাবি করেন, বিএনপির ১৪ জন নেতা-কর্মী কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বা ওষুধ না পেয়ে এবং পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন।
তিনি জানান, হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়েছে উল্লেখ করে, মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ একই ধরনের ব্যাখ্যা দিয়েছে। “বাস্তবতা হলো, তারা কারাগারে মারা গেছেন, হাসপাতালে নয়;” রিজভী দাবি করেন।
বিএনপির তালিকা অনুযায়ী, কারাগারে বন্দী অবস্থায় মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন; খুলনা জেলা যুবদল নেতা কামাল হোসেন মিজান, সাতক্ষীরা বিএনপি নেতা উকিল আবদুস সাত্তার, মহসিন-উল-মুলক, রংপুর বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম।
এছাড়াও রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইদ্রিস আল বাশার, ইমতিয়াজ আহমেদ, গাজীপুরের বিএনপি নেতা আসাদুজ্জামান খান হীরা, মোহাম্মদ শফিউদ্দিন মাস্টার, পাবনা বিএনপি নেতা আবুল কালাম আজাদ।
মৃত ব্যক্তিদের তালিকায় আরো যাদের নাম রয়েছে, তারা হলেন; চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা গোলামুর রহমান গোলাপ, নাটোর যুবদল নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী যুবদল নেতা মনিরুল ইসলাম, নওগাঁ বিএনপি নেতা মতিবুল মণ্ডল ও ঢাকা মহানগর শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজল।